Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

অর্জন সমূহঃ( RyjvB/2022wLªt)

বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদ্যমান যুব শক্তি কে জন সম্পদে রুপান্তর, আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে দক্ষতা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জন সম্পদ সৃষ্টি করে আসছে। এসএসসি ভোক, স্কীল্ড সার্টিফিকেট কোর্সসহ মোট ১২টি কোর্সে উন্নত মানের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। weMZ 03(wZb) eQ‡ii evrmwiK DËxY© cÖwk¶v_x©i msL¨v 2019 mv‡j 11,209 Rb, gnvgvix †KvwfW-19 Gi g‡a¨I 2020 mv‡j 3842 Rb Ges 2021 mv‡j 10235 Rb cÖwkÿY m¤úbœ K‡i DËxY© n‡q‡Qb | পাশা-পাশি অভিবাসী কর্মীদের অধিকারও স্বার্থ সংরক্ষন, মধ্যসত্ত্ব ভোগী শ্রেণীর দৌরাত্মহ্রাস ও হয়রানী মুক্ত নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিদেশগামী কর্মীগণকে নিয়মিত ব্রিফিং প্রদান করা হচ্ছে। কম্পিউটার অপারেশন, ট্রেইলারিং এন্ড ড্রেস মেকিং, সুইং মেশিন অপারেশন, সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম ও হাউজ কিপিং কোর্সসমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশনে রুপান্তর করা হইয়াছে। মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের আওতায় SSC Vocational,  Short Course-Self Supporting,  SEIP(CAD(2D& 3D), IT Saport Service, Sewing Machine Operation, Electronics), SEIP Motor driving, দেশ-বিদেশে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সসমূহস ফলতার সাথে পরিচালিত হচ্ছে। কর্মসংস্থান হার 40% এ উন্নীত করণ, কারিগরি প্রশিক্ষণে উদ্ধুদ্ধ করণ, লিফলেট ও বিজ্ঞপ্তি ব্যতিরেক ও এক হাজার কপি বার্ষিক ক্যালেন্ডার ছাপিয়ে সর্বস্তরের জনগণের নিকট বিতরণ এর মাধ্যমে দক্ষতার প্রশিক্ষণ মান বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধুর কর্ণার স্থাপন, মুজিববর্ষ উদযাপনে কর্মসূচী গ্রহণ এবং জাকজমকপূর্ণ পরিবেশে ১৭ মার্চ উদযাপন করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সকল ট্রেডে, ক্লাশ রুমে, শাখা, দপ্তরে 10 এমবিপিএস ব্রডব্যন্ড ডিডিকেটেড ইন্টারনেট সংযোগের মাধ্যমেই-লানিং ব্যবস্থা সুদৃঢ় করা হয়েছে। কোভিড-১৯ এ জনসচেতনতা বৃদ্ধিকল্পে `yB হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক প্রদত্ত অর্থ বরাদ্দ শতভাগ ব্যয় করা হয়েছে। বিভিন্ন ল্যাব, ওয়ার্কসপ, শ্রেণিকক্ষ, ভবন ও স্থাপনার বৈদ্যুতিক ও পূর্ত মেরামতের মাধ্যমে দক্ষতার মান, ভবন ও স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রাজস্ব আয় বৃদ্ধি করে চালানে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকল বৃত্তি ও বেতন ভাতাদি ব্যাংক এর মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। সরকারী নির্দেশনা, এপিএ চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।