• বাংলাদেশ ও বহিঃবিশ্বের বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন নিরিবিলি ও নাগরিক কোলাহল মুক্ত পরিবেশে ১.৭৯ একর (প্রায়) জায়গার উপর ২০০৬ সালে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।
•একাডেমিক ভবন ৪ তলা বিশিষ্ট ০১টি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বাসভবন ০২ তলা বিশিষ্ট ০১টি, গাড়ীর গ্যারেজ ০১ তলা বিশিষ্ট ০১টি, সাব স্টেশন ০১ তলা বিশিষ্ট ০১টি, সর্বমোট ভবনের সংখ্যা = ০৪টি, অফিস রুম সংখ্যা = ০৪টি, ক্লাস রুম সংখ্যা = ০8টি, ওয়ার্কসপ সংখ্যা = ০৬টি, বিজ্ঞানাগার=০২টি ও লাইব্রেরী =০১টি, বঙ্গবন্ধু কর্নার ০১টি, ০৫ রুম বিশিষ্ট ছাত্রী হোষ্টেল ।
•অত্র কেন্দ্রের একাডেমিক ভবনের পশ্চিমদিকে রয়েছে মাঝারি আকারের একটি খেলার মাঠ। এর উত্তরে সুরমা নদী ও বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দক্ষিনে ইউনিয়ন পরিষদ, শহীদ মিনার ও সিলেট-জকিগঞ্জ রোড, পশ্চিমে ফায়ার সার্ভিস অফিস, উত্তর-পশ্চিম দিকে শেখ হাসিনা শিশু পার্ক ও সরকারি উচ্চ বিদ্যালয় অবস্থিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস